Google Alert – পার্বত্য চট্টগ্রাম
সাজেকে ধর্ষকদের বিচার দাবিতে লাঠি-ঝাড়– মিছিল
প্রতিনিধি, খাগড়াছড়ি : শনিবার, ২৬ জুলাই ২০২৫
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে স্কুলছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার দাবিতে সাজেকে লাঠি ও ঝাড়ু মিছিল করেছে। ‘পাহাড়ে নারী নিরাপত্তার প্রধান হুমকি সেনা-সেটলার প্রত্যাহার কর’ স্লোগানে খাগড়াছড়ির ভাইবোনছড়ায় ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ দ্রুত বিচার দাবিতে বাঘাইছড়ির সাজেকে লাঠি ও ঝাড়ু মিছিল এবং সমাবেশ করেছে তিন সংগঠন।
গত বৃহস্পতিবার সকালে হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) বাঘাইছড়ি উপজেলা শাখাসমূহ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সভাপতি অমিতা চাকমা। বক্তারা অবিলম্বে ভাইবোনছড়ায় স্কুলছাত্রী ধর্ষণ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।