Google Alert – পার্বত্য অঞ্চল
সাজেকে পাহাড়ি ঢলে সড়ক ডুবে আটকা কয়েকশ পর্যটক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:১৫ পিএম
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকে অবস্থানরত কয়েকশ পর্যটক আটকে পড়েছেন।
তবে বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের ভেলা ও নৌকার মাধ্যমে কিছু পর্যটককে পারাপার করা হচ্ছে। বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে এসেছেন, তারা সীমিতভাবে ফিরে যেতে পারছেন। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা পর্যটকদের সড়কে পানি না সরা পর্যন্ত আপাতত সাজেকেই অবস্থান করতে হচ্ছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, গতকাল মঙ্গলবার মাচালং বাজারের পাশে সড়কের ওপর প্রায় ৫ থেকে ৬ ফুট পানি ছিল। বর্তমানে কমে এসেছে। তবে এ অবস্থায় কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব নয়। এছাড়া আজ (বুধবার) নতুন করে বাঘাইহাট বাজারের পাশের নিচু সড়ক পানিতে তলিয়ে গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, ‘আটকে পড়া অনেক পর্যটক ইতোমধ্যে নৌকা বা বাঁশের ভেলায় করে পার হয়েছেন। যারা গাড়ি নিয়ে এসেছেন তারা আপাতত সাজেকেই অবস্থান করছেন। পানি নামলে সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম