Google Alert – পার্বত্য চট্টগ্রাম
লোহাগাড়ায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই তরুণ আরোহী নিহত হয়েছেন। সাজেক ভ্রমণের স্বপ্ন বুকে নিয়ে যাত্রা শুরু করলেও তাদের যাত্রা থেমে গেল মহাসড়কে।
নিহতরা হলেন—কক্সবাজার জেলার ঈদগাহ্ উপজেলার মাইজপাড়ার জিহাদ (১৯) ও রাকিব।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
অপর মোটরসাইকেলে থাকা তাদের বন্ধু সাইফুল ইসলাম বলেন, “তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু আমরা সাজেক যাচ্ছিলাম। রাতের অন্ধকারে হঠাৎ কক্সবাজারগামী একটি পিকআপ সামনে এসে ধাক্কা দেয়। জিহাদ আর রাকিব মাটিতে লুটিয়ে পড়ে রক্তে ভেসে যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানালেন ওরা বেঁচে নেই”
পালিয়ে যাওয়া ঘাতক পিকআপটির চালক মো. আমির উদ্দীন (২৪) ও সহকারী জয়নাল আবেদিন জোবাইর (২০)কে আটক করা হয়। জব্দ করা হয় পিকআপটিও।
লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদের বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় চাস্বি মফিজ বাজারে গাড়িটি আটক করি। পরে সেটি দোহাজারী হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে।”
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জুপিটর আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।