সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাঙ্গামাটি জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালীতে আজ ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেস্বর পর্যন্ত আরও ৩ দিন পর্যটকদের ভ্রমণ না করার জন্য নিরুৎসাহিত সংক্রান্ত নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

গতকাল (২৭ সেপ্টেম্বর) শুক্রবার রাতে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত একটি পত্রে সাজেক ভ্রমনে পযর্টকদের নিরুৎসাহিত করা হয়।

GOVT

এতে বলা হয়, রাঙ্গামাটি জেলা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ( ৩ দিন) সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমনে পযর্টকদের নিরুৎসাহিত করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার এই সময়সীমা দ্বিতীয় দফায় আরও ৩ দিন বাড়িয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বাসসকে জানান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে আজ শনিবার থেকে আগামী ৩ দিন পর্যটকদের সাজেকে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *