সাতক্ষীরায় ‘সন্ত্রাসী’ মাসুদসহ গ্রেপ্তার ৩

Google Alert – আর্মি


সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৪ সেপ্টেম্বর ২০২৫  
আপডেট: ২২:৫৪, ৪ সেপ্টেম্বর ২০২৫


সাতক্ষীরা সদর উপজেলা থেকে ‘সন্ত্রাসী’ মাসুদ রানা ওরফে কোপা মাসুদ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প।

মাসুদ রানা সদর উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার অন্য দুজন হলেন- তার সহযোগী শেখ বাদশা ও জুয়েল রানা। তারা ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, মাদকসেবনসহ একাধিক অভিযোগ রয়েছে। বুধবার রাতে চাপাতি ও মাদকসহ তাদের ব্রহ্মরাজপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘‘মাসুদ রানা ওরফে কোপা মাসুদের বিরুদ্ধে সদর থানায় কমপক্ষে পাঁচটি চাঁদাবাজির মামলা রয়েছে। বৃহস্পতিবার তাদের থানায় সোপর্দ করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শাহীন/রাজীব

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *