সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

Google Alert – সামরিক

সেনাবাহিনীর অভিযানে সাতক্ষীরায় এক কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এরপর সদর থানায় সোপর্দ করার পর রোববার (১৭ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কাটিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম রবিউল ইসলাম (৫৮)। তিনি সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। অভিযানে রবিউলের বাসা থেকে ২০ বোতল ফেন্সিডিল, ২০ পিস ইয়াবা, ৬০টি অবৈধ ভারতীয় ট্যাবলেট (গ্লিসিফেজ-৫০০), ১০ প্যাকেট রয়েল সিগারেট, নগদ ৬৯,২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, একটি পাসপোর্ট, মাদক সেবনের একাধিক কলকি, লাইটার ও ফয়েল পেপার উদ্ধার করেন সেনা সদস্যরা।

সাতক্ষীরা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সেনাবাহিনীর কাছে বলেন, অতীতে সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকায় পতিতাবৃত্তির উদ্দেশ্যে অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন। একই সঙ্গে ফেন্সিডিল ব্যবসাও চালাতেন। তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সম্পর্কিত দুটি মামলা চলমান রয়েছে। তাকে রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি রবিউল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

anisrahmansat@gmail.com

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *