Google Alert – সেনা
৭ আগস্ট ২০২৫
সাত বছর পর চীন সফরে যাবেন মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছর পর আবার চীনে যাবেন। সূত্র উদ্ধৃত করে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সাংহাই কোঅপারেশন কাউন্সিল(এসসিও)-এর বৈঠকে যোগ দিতে মোদী চীন যাবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই বিষয়ে কিছু বলেনি। আগামী ৩১ অগাস্ট এসসিও-র বৈঠক শুরু হবে।
মোদীর এই সফর দুইটি কারণে গুরুত্বপূর্ণ। তিনি এসসিও-র বৈঠকে যোগ দিতে ২০১৯ সালে চীন গেছিলেন। তারপর ভারত ও চীনের মধ্যে গলওয়ান সীমান্ত সংঘাত হয়েছে। তারপর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায়। এখন সম্পর্কের কিছুটা উন্নতি হলেও প্রধানমন্ত্রী চীন সফরে যাননি। প্রধানমন্ত্রী মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গত অক্টোবরে রাশিয়ায় ব্রিকস বৈঠকের সাইডলাইনে বৈঠক হয়েছিল।
তাছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন। ট্রাম্পের কথামতো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। তার জেরেই বাড়তি শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর চীন সফর বাড়তি গুরুত্ব পাচ্ছে।
জিএইচ/এসসি(রয়টার্স)
https://p.dw.com/p/4ycqO
৭ আগস্ট ২০২৫
১১ ডিআইজিসহ ৭৬ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে পাঠানো হলো
বাংলাদেশে ৭৬ জন পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে পাঠানো হলো। তার মধ্যে ১১ জন হলেন উপমহাপরিদর্শক (ডিআইজি)। বাকিরা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)। তাদের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করে বদলি বা পদায়ন করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলোর রিপোর্ট অনুসারে, ওএসডি থাকা কর্মকর্তাদের কার্যত কোনো কাজ থাকে না। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, যে কর্মকর্তারা চাকরিতে নিষ্ক্রিয় অবস্থায় আছেন, তাদের কেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা পুলিশের ইউনিটগুলোতে সংযুক্ত করতে হলো?
জননিরাপত্তা বিভাগের একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, ওএসডি হয়ে জননিরাপত্তা বিভাগে সংযুক্ত কর্মকর্তারা ঢাকায় ছিলেন। এই কর্মকর্তাদের অনেকেই বিভিন্ন ভাগে ভাগ হয়ে প্রায়ই বৈঠকে মিলিত হতেন। শেখ হাসিনা সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই কর্মকর্তাদের একটি অংশ ওই সব বৈঠকে বর্তমান সরকারবিরোধী নানা বিষয়ে আলাপ–আলোচনা করতেন বলে খবর আসছিল। এ ছাড়া পূর্বের যোগাযোগ কাজে লাগিয়ে সরকারের গুরুত্বপূর্ণ নথিও পাচার করে থাকতে পারেন, এমন আশঙ্কাও ছিল।
সূত্রটি বলছে, এরই পরিপ্রেক্ষিতে ৭৬ কর্মকর্তাকে জননিরাপত্তা বিভাগ থেকে বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশ কার্যালয়সহ বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়, যাতে তারা একসঙ্গে ঢাকায় অবস্থান করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারেন। এ জন্য বিভিন্ন এলাকায় তাদের সংযুক্ত করা হয়েছে।
যেসব কর্মকর্তাকে নতুন করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজন গত বছরের ৫ অগাস্টের পর থেকে এখনো পলাতক। পলাতক কর্মকর্তাদেরও বিভিন্ন ইউনিটে সংযুক্ত করার কারণ হিসেবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রটি বলছে, এখন পর্যন্ত পলাতক কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা জননিরাপত্তা বিভাগকে দেয়নি পুলিশ। এ কারণে পলাতক কিছু কর্মকর্তার নাম ৭৬ জনের তালিকায় থাকতে পারে।
জিএইচ/এসসি(প্রথম আলো)
https://p.dw.com/p/4ycvF
৭ আগস্ট ২০২৫
বাংলাদেশে শিশুদের রক্তে সীসার উপস্থিতি বেশি, বলছে সমীক্ষা
বাংলাদেশে শিশুদের রক্তে সীসার উপস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)। তারা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে।
বুধবার আইসিডিডিআর,বির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ডা. জেসমিন সুলতানা জানিয়েছেন, ২০২২-২৪ সালের মধ্যে ঢাকায় একটি সমীক্ষা করা হয়েছিল। দুই থেকে চার বছর বয়সী ৫০০ জন শিশুকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল।
তিনি জানান, ৯৮ শতাংশ শিশুর রক্তে সিডিসির উদ্বেগজনক মাত্রা প্রতি লিটারে ৩৫ মাইক্রোগ্রামের চেয়ে বেশি সীসার উপস্থিতি পাওয়া গেছে। সীসানির্ভর শিল্প স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বসবাসকারী শিশুদের রক্তে সীসার মাত্রা ছিল পাঁচ কিলোমিটারের বেশি দূরে বাস করা শিশুদের তুলনায় ৪৩ শতাংশ বেশি। সীসার অন্যান্য উৎসগুলোর মধ্যে রয়েছে, ঘরের ভেতরে ধূমপান, দূষিত ধূলিকণা, সীসাযুক্ত প্রসাধনী সামগ্রী ও রান্নার পাত্র।
রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই, তবে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) শিশুদের রক্তে প্রতি লিটারে ৩৫ মাইক্রোগ্রামের বেশি সীসার উপস্থিতি উদ্বেগজনক বলে মনে করে।
জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)
https://p.dw.com/p/4ycvw
৭ আগস্ট ২০২৫
ঢাবি-তে মেয়েদের ভিডিও করার সময় শিক্ষার্থী গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি প্রদর্শনের প্রতিবাদ চলাকালে মেয়েদের ভিডিও করার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছেন শিক্ষার্থীরা। ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলোর রিপোর্ট অনুসারে, পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে তুলে দেয়া হয়। কবি নজরুল সরকারি কলেজের ওই শিক্ষার্থীকে আটকের সময় ছাত্রশিবিরের কর্মীরা বাধা দেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে এ ঘটনা ঘটে। প্রক্টরের উপস্থিতিতে ওই কলেজছাত্রের মুঠোফোন ও ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, তিনি ওসামা বিন লাদেনসহ কয়েকজন বিতর্কিত ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন। ফেসবুক মেসেঞ্জারে ‘ইসলামী ছাত্রশিবির, চৌমুহনী কচুয়া’ নামের একটি গ্রুপের সক্রিয় সদস্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রক্তবীজ অর্ক বলেন, ‘সন্ধ্যার দিকে টিএসসিতে হাঁটতে গিয়ে হঠাৎ দেখি এক লোক মেয়েদের দিকে মোবাইল তাক করে জুম করে ইনঅ্যাপ্রোপিয়েট (অশোভন) ভিডিও করছেন। আশপাশে উপস্থিত শিক্ষার্থীরা এ বিষয়ে জিজ্ঞাসা করতেই লোকটি দৌড় দিয়ে সোজা টিএসসির ভেতরে ঢুকে পড়েন। আমরাও পেছনে যেতে চাই। কিন্তু পরে দেখি, সেখানে গুপ্ত সংগঠনের ছোট ছোট কিছু টিম আমাদের টিএসসির ভেতর ঢুকতে দিচ্ছে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে অর্ক লিখেন, ‘প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি মোট ছয়বার নিজের নাম বদলায়, চারটিরও বেশি ফেসবুক আইডি দেখায়।’
জিএইচ/এসসি(প্রথম আলো)
https://p.dw.com/p/4ycvX
৬ আগস্ট ২০২৫
প্রবল বর্ষণ, হড়পা বানে মায়ানমারে নিহত ৬
মায়ানমারের পার্বত্য শহর লাইজায় প্রবল বর্ষণ ও হড়পা বানে প্রাণ গিয়েছে ছয় জনের৷ চীনের সীমান্তবর্তী মায়ানমারের এই শহরে প্রায় ১০০টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন কাচিন স্বাধীনতা সেনাবাহিনী (কেআইএ) মুখপাত্র নাও বু। সোমবার থেকে শুরু হওয়া হঠাৎ বৃষ্টিপাত ও বন্যার ফলে নদীর পার্শ্ববর্তী এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকার্য শুরু করা গেলেও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণকার্যে বড় বাধা সৃষ্টি হয়েছে।
মায়ানমারে ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে চলমান গৃহযুদ্ধের কারণে তিন দশমিক পাঁচ মিলিয়ন মানুষ অনাবাসিক শিবিরে আশ্রয় নিয়েছেন, এবং এই প্রবল বৃষ্টিপাত ও হড়পা বান তাদের দুর্দশাকে আরো বাড়িয়ে তুলেছে । শিবিরগুলোর আশেপাশে কয়েকটি বাঁধ ভেঙে কয়েকজন আহত হয়েছেন বলে খবর।
মায়ানমারে বর্ষার মৌসুমে দৈনিক ভারী বৃষ্টি স্বাভাবিক, তবে আবহাওয়া বিজ্ঞানীরা সতর্ক করছেন যে জলবায়ু অবক্ষয়ের কারণে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আরো বৃদ্ধি পাচ্ছে, যা মানুষের জীবন-জীবিকা ও অবকাঠামোর জন্য মারাত্মক আশঙ্কার।
এইচকে/এসিবি (এএফপি)
https://p.dw.com/p/4ybdx
৬ আগস্ট ২০২৫
হাসনাত, সারজিস-সহ এনসিপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
৫ আগস্ট (গতকাল) কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ পাঁচজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ডিডাবলিউর কনটেন্ট পার্টনার প্রথম আলো সূত্রে খবর, এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে আগে জানানো হয়নি৷ সেই বিষয়টি উল্লেখ করে নোটিশে এই সফরের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া এই পাঁচ নেতা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ (তাসনিম জারার স্বামী)। প্রথম আলো আরো জানিয়েছে, আজ বুধবার পাঁচ নেতাকে এই নোটিশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের পক্ষ থেকে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত নোটিশগুলো পাঠান। পরে তিনিই বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
এই পাঁচ নেতাকে পৃথক পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নোটিশগুলোর বক্তব্য একই। এতে বলা হয়েছে, ‘জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফরসংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি। এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে।’
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনের দিনে এনসিপির ওই পাঁচ নেতা গতকাল হঠাৎ কক্সবাজারে যান। কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর তারা প্রায় ২০ কিলোমিটার দূরে উখিয়ার ইনানী সৈকতের পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-তে (আগের নাম রয়েল টিউলিপ) ওঠেন।
এনসিপির পাঁচ নেতার হঠাৎ কক্সবাজার আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা চর্চা। শুধু তাই নয়, বিভিন্ন সামাজিক মাধ্যমেও এই নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে৷
এর পাশাপাশি, ওই পাঁচ নেতা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলেও কেউ কেউ দাবি করেন। তবে এই মুহূর্তে পিটার হাস বাংলাদেশে আছেন- এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এসটি/এসিবি (প্রথম আলো)
https://p.dw.com/p/4ybKm
৬ আগস্ট ২০২৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত বিএনপি-র
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়ে দিয়েছেন, আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করার জন্য তিনি ইসি-কে চিঠি পাঠাবেন। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি বলেছে, এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে দোদুল্যমানতা ছিল, সেটি কেটে গেছে।
মঙ্গলবার রাত পর্যন্ত এ নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে দলটির একজন নেতা ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলোকে বলেছেন, নির্বাচনের সময় ঘোষণায় বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলের পক্ষ থেকে বলেছেন, ‘আগামী দিনের নির্বাচন ইনশা আল্লাহ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটা নির্বাচন হবে বলে আমরা আশা করি। সেই লক্ষ্যে সমগ্র জাতিকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’ আমরা মনে করি, এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগে কোনো রকমের অনিশ্চিত পরিবেশ আর থাকবে না। সবকিছু সচল হবে এবং গতিশীলতা পাবে।’
নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বিচার, সংস্কার, জনজীবনের নিরাপত্তা ও নির্বাচনের পরিবেশ তৈরির দিকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন অত্যাবশ্যক, এর সুনির্দিষ্ট সময় ঘোষণা জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা মনে করি।’
জিএইচ/এসজি(প্রথম আলো)
https://p.dw.com/p/4yZpk
৬ আগস্ট ২০২৫
বাংলাদেশে মেট্রোর আয়ে ঋণের কিস্তির টাকা উঠছে না
ঢাকায় এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলছে। দিনে গড়ে চার লাখের মতো যাত্রী চলাচল করেন। ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলোর রিপোর্ট বলছে, বর্তমানে মেট্রোরেলের আয় ও ঋণের কিস্তি বিশ্লেষণ করে দেখা গেছে, গত অর্থবছরে টিকিট বিক্রি থেকে অনিরীক্ষিত (প্রভিশনাল) আয় ছিল ৪০০ কোটি টাকার মতো। সেখানে আগামী ২০৩০-৩১ সাল পর্যন্ত বছরে ঋণের কিস্তি হিসেবে ৪৬৫ কোটি থেকে ৭৪০ কোটি টাকা দিতে হবে।
এখন সব মিলিয়ে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৫৯ শতাংশ অর্থ জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেছেন, ট্রেনের সংখ্যা বাড়ানো এবং আরও বেশি সময় মেট্রোরেল চলাচল নিশ্চিত করতে লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে। অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা চলছে। এ ছাড়া টিকিট বিক্রির বাইরে স্টেশনগুলোর অব্যবহৃত জায়গায় দোকান বরাদ্দ দিয়ে আয় বাড়ানোর চেষ্টা চলছে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, মেট্রোরেলের নির্মাণকালীন ১০ বছর পর্যন্ত জাইকার ঋণের মূল কিস্তি দিতে হয়নি, যা গ্রেস পিরিয়ড হিসেবে পরিচিত। ২০২৩ সালের জুন থেকে সীমিত আকারে ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে। এ পর্যন্ত ৭৫ কোটি টাকার মতো পরিশোধ করা হয়েছে। এ বছর আরও ১০ কোটি টাকা পরিশোধ করতে হবে। তবে আগামী বছরের মে থেকে বড় অঙ্কের ঋণ পরিশোধ করতে হবে। সব মিলিয়ে তখন থেকে পরবর্তী এক বছরে প্রায় ৪৬৫ কোটি টাকা কিস্তি পরিশোধ করতে হবে।
জিএইচ/এসজি (প্রথম আলো)
https://p.dw.com/p/4yZpn
৬ আগস্ট ২০২৫
নোয়াখালীতে খাদে মাইক্রোবাস, মৃত সাত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। মাইক্রোবাসটির সাতজন যাত্রী নিহত হয়েছেন। বুধবার ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তারা সকলেই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা।
নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে এক প্রবাসীর পরিবারের সদস্যরা ছিলেন। ওমানফেরত ওই প্রবাসীকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
মাইক্রোবাসটিতে চালকসহ ১১ জন ছিলেন। এর মধ্যে দুর্ঘটনার পর চালকসহ চার জন বের হয়ে যান। অন্য সাত জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা মাইক্রোবাসের পিছনের সিটগুলোতে ছিলেন।
জিএইচ/এসজি(প্রথম আলো)
https://p.dw.com/p/4yZpz
৬ আগস্ট ২০২৫
উত্তরাখণ্ডে চকিত বন্যায় ১১ সেনা নিখোঁজ
মঙ্গলবার উত্তরাখণ্ডে মেঘফাটা বৃষ্টি ও চকিত বন্যায় উত্তরকাশীর ধারালি গ্রামের অধিকাংশ এলাকা ভেসে যায়। এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১১ জন ভারতীয় সেনা জওয়ানসহ অনেকে নিখোঁজ। ধারালি গ্রামের কাছেই হরশিলে সেনার শিবির আছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ অধিকর্তা জানিয়েছেন, এই সেনা শিবিরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হরশিলের সেনা শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১ জন সেনা নিখোঁজ। তা সত্ত্বেও সেনা উদ্ধার ও খোঁজ চালিয়ে যাচ্ছে। এই কাজে আরো সেনা কর্মীকে নিয়োগ করা হয়েছে।
ভারতীয় বিমান বাহিনী তাদের চণ্ডিগড় বিমান ঘাঁটিতে চিতা, এমআই-১৭ ভি৫, চিনুক, এএলএইচ হেলিকপ্টার তৈরি রেখেছে। আবহাওয়া একটু ভালো হলেই তারা ত্রাণসামগ্রী নিয়ে উড়ে যাবে।
ভারতীয় সেনার সূর্য কম্যান্ডকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধারকাজে সাহায্য করবে। নিখোঁজ সেনা সদস্যদের খোঁজে এবং ক্ষতিগ্রস্ত সেনা শিবির ঠিক করতে ১৪ রাজপুত রাইফেলসের কর্নেল হর্ষবর্ধনের নেতৃত্বে ১৫০ জন কর্মী কাজ শুরু করে দিয়েছেন।
উত্তরাখণ্ডে এখনো বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, প্রবল বৃষ্টিপাত চলবে। উত্তরকাশী এলাকায় সব স্কুল, কলেজ বন্ধ করে দেয়া হয়েছে।
হরিদ্বারে রাস্তায় জল জমে গেছে। গঙ্গায় জল বেড়ে গেছে। পুলিশ আবেদন করেছে, কেউ যেন গঙ্গার ঘাটের কাছে না যান।
জিএইচ/এসজি (পিটিআই, এনডিটিভি)
https://p.dw.com/p/4yZpu
৬ আগস্ট ২০২৫
পাকিস্তানে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভ
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত দুই বছর ধরে জেলে বন্দি। তার আটক থাকার দ্বিতীয় বার্ষিকীতে মঙ্গলবার তার সমর্থকরা লাহোরসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান, রাস্তা অবরোধ করেন। পুলিশ ইমরান খানের ২৪০ জনেরও বেশি সমর্থককে গ্রেপ্তার করেছে। করাচি ও মুজাফফরাবাদে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায়।
ইমরানের দল পিটিআই-এর মুখপাত্র জুলফিকার বুখারি লন্ডন থেকে জানিয়েছেন, দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সরকার জমায়েত নিষিদ্ধ করে দেয়। সব বড় রাস্তা বন্ধ করে দেয়.।
ইমরানের সমর্থকরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে তার মুক্তির দাবিতে স্লোগান দেয়। বুখারি বলেছেন, শুধু লাহোর থেকেই দুইশর বেশি সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
ইমরান খানও সোমবার দলের এক্স হ্যান্ডেলে সমর্থকদের কাছে আবেদন জানিয়ে বলেছিলেন, ”আপনারা বাইরে এসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান। যতক্ষণ আসল গণতন্ত্র প্রতিষ্ঠা না হচ্ছে, ততদিন প্রতিবাদ চালিয়ে যান।”
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)
https://p.dw.com/p/4yZpy
৫ আগস্ট ২০২৫
ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় নিহত কমপক্ষে ৪
ভারতের হিমালয় অঞ্চলের উত্তরাখণ্ড রাজ্যে মঙ্গলবার আকস্মিক বন্যায় কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে৷ পর্যটন এলাকা ধারালিতে কাদা ও পানির প্রবল স্রোতে বহুতল ভবন ভেঙে পড়েছে৷ স্থানীয় কর্মকর্তা প্রশান্ত আর্য জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে৷
উদ্ধার কাজে ১৫০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, যারা প্রায় ২০ জনকে উদ্ধার করেছেন৷
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, আকস্মিক ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টির কারণে এই বন্যা হয়েছে৷ আবহাওয়া অধিদপ্তর এ অঞ্চলের জন্য লাল সতর্কতা জারি করেছে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে সহায়তার আশ্বাস দিয়েছেন৷
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে৷
এসএসজি/জেডএইচ (এএফপি)
https://p.dw.com/p/4yYMl
৫ আগস্ট ২০২৫
ভারতীয় পণ্যে শুল্ক আরও বাড়াতে পারেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, রাশিয়া থেকে তেল কেনায় তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উপর শুল্কের পরিমাণ ‘অনেক’ বাড়ানোর পরিকল্পনা করছেন৷
সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ভারত আমাদের সঙ্গে ভালো ব্যবসায়িক অংশীদার হয়ে থাকেনি৷ তারা আমাদের সঙ্গে অনেক বাণিজ্য করে, কিন্তু আমরা তাদের সঙ্গে করি না৷ তাই আমরা ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছি৷ তবে আমি ভাবছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটা অনেক বেশি বাড়াবো, কারণ তারা রাশিয়ার তেল কিনছে৷’’
ভারত এই হুমকিকে ‘অন্যায় ও অযৌক্তিক’ হিসেবে নিন্দা জানিয়ে বলেছে, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন থাকার কারণে তেল কেনা জরুরি৷ ভারতীয় কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বজায় রেখেছে৷ ভারত তার জাতীয় ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে৷
এইচকে/জেডএইচ (এএফপি)
https://p.dw.com/p/4yYKF
৫ আগস্ট ২০২৫
ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দুকে কালো পতাকা প্রদর্শন
পশ্চিমবঙ্গের কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটেছে৷ মঙ্গলবার দুপুরে খাগড়াবাড়ি এলাকায় তৃণমূল কর্মীদের বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে৷
বিজেপি বিধায়কদের ওপর হামলার অভিযোগ নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে কোচবিহার যাচ্ছিলেনশুভেন্দু৷ খাগড়াবাড়ি চৌপতিতে তার কনভয় পৌঁছালে তৃণমূল সমর্থকরা কালো পতাকা প্রদর্শন ও ‘গো ব্যাক’ স্লোগান দেন৷
অভিযোগ অনুযায়ী, বিক্ষোভকারীরা শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে জুতো নিক্ষেপ করেন এবং দলীয় পতাকার লাঠি দিয়ে কনভয়ের গাড়ির কাচ ভেঙে দেন৷ পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে৷
এর আগে বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে তৃণমূল ‘ভাষা আন্দোলন’ শুরু করেছে৷ স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোচবিহারের ১৯টি স্থানে অবস্থান কর্মসূচি পালন করছিল, যার অংশ হিসেবে খাগড়াবাড়িতে এ বিক্ষোভ হয়৷
এসএসজি/জেডএইচ (আনন্দবাজার)
https://p.dw.com/p/4yXHD
৫ আগস্ট ২০২৫
রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন৷ প্রধান উপদেষ্টার যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে৷
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে৷
এর আগে আজ বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন, যা বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে৷ ‘জুলাই ঘোষণাপত্র’ ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের একটি দলিল, যা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার৷
এসএসজি/জেডএইচ (প্রথম আলো)
https://p.dw.com/p/4yWfW