সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরি হওয়া ১০ লাখ টাকা উদ্ধার

jagonews24.com | rss Feed

রাজধানীর পল্টনে সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরি হওয়া ১০ লাখ ৭ হাজার টাকা উদ্ধারসহ গাড়িচালক মো. জাহিদকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। এর আগে গতকাল মঙ্গলবার খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেফতার জাহিদ গত দুই মাস ধরে রাজধানীর পল্লবীর স্বপ্ননগর আবাসিক এলাকার বাসিন্দা স্থানীয় সরকার বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (প্রশাসন) নিখিল রঞ্জন রায়ের গাড়িচালক হিসেবে চাকরি করতেন। গত ৫ ডিসেম্বর দুপুরে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও তার স্ত্রী পল্টনের জেনারেল পোস্ট অফিস (জিপিও) থেকে নগদ ১১ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা তাদের ব্যক্তিগত গাড়ির ভেতরে রেখে গাড়িচালক জাহিদকে গাড়ি লক করে জিপিও’র ভেতরে পার্কিংয়ে থাকতে বলেন।

এরপর তারা বিপরীত পাশে গয়নার দোকানে কেনাকাটার জন্য যান। তারা কেনাকাটা শেষ করে ফিরে এসে দেখেন তাদের গাড়ি আছে কিন্তু চালক নেই। জাহিদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে জাহিদ কিছুক্ষণের মধ্যে আসছেন বলে জানান। কয়েক মিনিট অপেক্ষা করে পুনরায় জাহিদকে ফোন দিলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

পরে তারা দেখেন গাড়ির ভেতরে রাখা টাকার ব্যাগ নেই। এ ঘটনায় নিখিল রঞ্জন রায় বাদী হয়ে গাড়িচালক জাহিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি চুরির মামলা করেন।

মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, মামলাটি তদন্তকালে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ও প্রযুক্তির সহায়তায় জাহিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১০ ডিসেম্বর খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে জাহিদের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জাহিদের কাছ থেকে চুরি হওয়া ১০ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহিদ পেশাদার চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি স্বল্প সময়ের জন্য গাড়িচালক হিসেবে চাকরি নিয়ে সময় সুযোগ বুঝে মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যেতেন।

টিটি/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *