Google Alert – সেনাপ্রধান

দেশের সাবেক সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ (বীর প্রতীক) চিরনিদ্রায় শায়িত হলেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পূর্ব ধলই হাধুরখীল মসজিদের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে পারিবারিক অনুরোধে গার্ড অব অনার প্রদান করা হয়নি। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, প্রশাসন গার্ড অব অনারের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুর আগে হারুন-অর-রশীদ বলে গিয়েছিলেন যাতে গার্ড অব অনার না দেওয়া হয়। সেই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়নি। এর আগে সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের ৩০৮ নম্বর কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে তিনি ক্লাবেই অবস্থান করছিলেন এবং সকালে একটি বৈঠকে যোগ দেয়ার কথা ছিল। স্বজনরা তাঁর ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় দরজায় নক করেন। কোনো সাড়া না পেয়ে পরে বারান্দার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করলে বিছানায় তাঁর নিথর দেহ পাওয়া যায়। আগের রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *