সামরিক প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যুর খবর নিশ্চিত করলো হামাস

Amarbangla Feed

বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের নিহতের খবর আগেই জানিয়েছিল ইসরায়েল। এবার হামাসের পক্ষ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে শুক্রবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়,গত বছরের আগস্টে ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে তারা জুলাইয়ে দেইফকে হত্যা করেছে। তবে হামাস বিষয়টি নিশ্চিত করেনি।


দেইফকে গাজায় হামাসের গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে বিবেচনা করা হতো। ইয়াহিয়া সিনওয়ারের পরেই ছিল তার অবস্থান। ইয়াহিয়া সিনওয়ারও গত বছর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন।


২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার পরিকল্পনাকারীদের মধ্যে দেইফ অন্যতম ছিলেন। সেই হামলায় ১২শ’ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।


মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা আল–কাসেম ব্রিগেডের কমান্ডার ছিলেন। দেইফের জন্ম ১৯৬৫ সালে, খান ইউনিসের শরণার্থীশিবিরে। ১৯৪৮ সালের আরব–ইসরায়েল যুদ্ধের পর এই শরণার্থীশিবির প্রতিষ্ঠিত হয়। দেইফের নাম ছিল মোহাম্মদ মাসরি। ১৯৮৭ সালের দিকে হামাসে যোগ দেন তিনি। তখন তার নাম হয় মোহাম্মদ দেইফ।


আমারবাঙলা/জিজি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *