Google Alert – বাংলাদেশ
জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে সামিউন বাসিরের দারুণ ব্যাটিংয়ে জয় পেয়েছিল বাংলাদেশ। প্রোটিয়া যুবাদের বিপক্ষে অবশ্য দ্বিতীয়টিতে হেরে যায় লাল সবুজের দল। লিগপর্বে সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে টাইগার যুবারা। আবারও জয়ের নায়ক সামিউন বাসির। তার অলরাউন্ড পারফর্মে প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।
হারারেতে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটে পাঠায় বাংলাদেশ। ৩৭.২ ওভারে ১৪৭ রানে তাদের গুটিয়ে দেন সানজিদ মজুমদার ও সামিউনরা। জবাবে নেমে সামিউনের অপ্রতিরোধ্য ফিফটিতে ২৯.৩ ওভারে জয় নিশ্চিত করে যুবা টিম টাইগার্স।
প্রোটিয়াদের দেয়া লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। রিফাত বেগ একপ্রান্ত আগলে রাখলেও একে একে ফিরে যান জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, রিজান হোসেন ও কালাম সিদ্দিকী।
৫৭ রানে ৪ উইকেট হারানোর মোহাম্মদ আব্দুল্লাহ ও রিফাতের জুটিও ভেঙেছে দ্রুত। ১১ রান যোগ করেন দুজনে, রিফাত ফিরে যান ৪৭ বলে ৪৩ রান করেন। ৬৮ রানে ৫ ব্যাটারকে হারানোর পর আব্দুল্লাহকে নিয়ে হাল ধরেন সামিউন। দুজনে ৭১ বলে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেন। ৬ চার ও ৩ ছক্কায় ৩৬ বলে ৫২ রান করেন সামিউন, আব্দুল্লাহ ৪৭ বলে ২০ রান করেন।
প্রোটিয়া পেসার বায়ান্ডা মাজোলা ৪ উইকেট নেন। পল জেমস নেন এক উইকেট।
এর আগে প্রোটিয়াদের ব্যাটে পাঠিয়ে দারুণ করেন সানজিদ মজুমদার। ৮ ওভারে ৩৯ রান খরচায় নেন ৪ উইকেট। আল ফাহাদ ও সামিউন দুটি করে উইকেট নেন। রিজান ও ইকবাল হোসেন ইমন নেন একটি করে উইকেট।
প্রোটিয়া ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৯ রান করেন ব্যান্ডলি এমবাথা। পল জেমস করেন ৩৩ রান। ভিহান প্রিটোরিয়াস ১৮ এবং আদনান লাগাদিয়ান করেন ১৬ রান।
শুক্রবার লিগপর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে প্রোটিয়ারা। স্বাগতিক জিম্বাবুয়ে ৫ ম্যাচে জয় শূন্য। ১০ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও বাংলাদেশ।