সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে : পার্বত্য উপদেষ্টা

Google Alert – পার্বত্য অঞ্চল

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাসের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সভায় তিনি এ আহ্বান জানান।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সভায় সভাপতিত্ব করেন।
মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা সভা সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি ছিলেন পলাশপুর জোন (৪০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম, মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্নেল মো. ইব্রাহিম আধহাম ও খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

সুপ্রদীপ চাকমা বলেন, “পার্বত্য অঞ্চলে সব সম্প্রদায়ের মানুষকে ভ্রাতৃত্ববোধে একত্রিত হয়ে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে হবে। আমরা সবাই বাংলাদেশি—এ মূল্যবোধ মনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় রাখতে হবে। পাহাড়ে টেকসই উন্নয়নের জন্য এর কোনো বিকল্প নেই।”

আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, “নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সবাই মিলেমিশে এ উৎসবকে আরো বর্ণিল করে তুলতে হবে।”
একইসঙ্গে পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে আদা, হলুদ, কচু চাষে বিনিয়োগের পাশাপাশি অনুৎপাদনশীল খাতে সরকারি ব্যয় সংকোচনের আহ্বান জানান তিনি।

সভায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *