Sarabangla | Breaking News | Sports | Entertainment
ঢাকা: পলিথিন, শব্দদূষণ, কালো ধোঁয়া ও অবৈধ কারখানার বিরুদ্ধে সারাদেশে একযোগে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর।
রোববার (১০ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এসব অভিযানে জরিমানা আদায়, কারাদণ্ড প্রদান ও বিপুল পরিমাণ পলিথিনসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ, বান্দরবান, যশোর, সুনামগঞ্জ, ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও ঢাকা উদ্যান এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৬টি মামলায় ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার ৪৫২ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি দোকানদার ও সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণে মানিকগঞ্জ, মেহেরপুর ও নওগাঁয় ৩টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৩টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় একাধিক যানবাহনের চালককে সতর্ক করা হয়।
ঢাকা মহানগরের রমনা এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৭টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় ও চালকদের সতর্ক করা হয়।
এছাড়া, ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অবৈধ সীসা ও ব্যাটারি কারখানার বিরুদ্ধে অভিযানে ২টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ২টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ অধিদফতর জানিয়েছে, দূষণবিরোধী এ ধরনের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে।