সালাহর জোড়া গোলে ৯ পয়েন্টের ব্যবধানে শীর্ষে লিভারপুল

Bangla Tribune

বোর্নমাউথের বিপক্ষে টানা তিন ম্যাচ ক্লিনশিট ধরে রেখে জয়ের আনন্দে ভাসলো লিভারপুল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ভাইটালিটি স্টেডিয়ামে ২-০ গোলে জিতলো তারা। মোহাম্মদ সালাহর জোড়া গোলে আগের ৫৩ এর সঙ্গে আরও তিন পয়েন্ট যুক্ত হলো। 

২৩ ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট লিভারপুলের। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের (৪৭) চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অলরেডরা। এক ম্যাচ বেশি খেলে নটিংহ্যাম ফরেস্টও গানারদের সমান পয়েন্ট নিয়ে তিনে। আর্সেনাল ব্যবধান কমানোর লক্ষ্যে রবিবার ম্যানসিটিকে স্বাগত জানাবে।

বোর্নমাউথ লিভারপুলের জন্য সহজ প্রতিপক্ষ ছিল না। টানা ১১ লিগ ম্যাচ অজেয় থাকা দলের মুখোমুখি হয়েছিল তারা। তাছাড়া বোর্নমাউথ তিনে থাকা নটিংহ্যামকে পাঁচ গোল দিয়েছিল। তারা হারিয়েছিল ম্যানইউ ও ম্যানসিটিকেও।

লিভারপুলের ভাগ্য ভালো বলা চলে। বোর্নমাউথ দুইবার গোলপোস্টে আঘাত করে। স্কোর গোলশূন্য থাকা অবস্থায় আন্তোয়ান সেমেনিও প্রথমবার এবং আরেকবার সালাহার দ্বিতীয় গোলের আগে মার্কাস টাভেরনিয়ের হতাশ করেন।

তবে এই কঠিন পরীক্ষা লিভারপুল উতরে গেলো সালাহর গোলে। ইউরোপের সব দল মিলিয়ে ৩০০ গোলের মাইলফলকে নাম লেখান মিশরীয় ফরোয়ার্ড, ম্যাচ শেষে যা হয়েছে ৩০১। এই লিগ মৌসুমে তার গোল ২১টি।

আধঘণ্টা পর সালাহ পেনাল্টি থেকে গোলমুখ খোলেন। তারপর ৭৫তম মিনিটে বাঁকানো শটে জাল খুঁজে পান মিশরীয় ফরোয়ার্ড।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *