Google Alert – পার্বত্য চট্টগ্রাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিপিএম এর সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশনের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগর পুলিশের সদর দপ্তরে এ সাক্ষাৎ হয়।
অস্ট্রেলিয়ার নৌবাহিনীর কমান্ডার গ্লেন সাফোকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটিকে সিএমপি কমিশনার স্বাগত জানান। অস্ট্রেলিয়া সরকারের সঙ্কট প্রস্তুতি ও নিশ্চয়তা দল (সিপিএটি) কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দলটি চট্টগ্রাম সফরে এসেছে।
সাক্ষাতে চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা এবং সঙ্কটকালীন সময়ে বিদেশি নাগরিকদের সহায়তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সিএমপি কমিশনার অস্ট্রেলিয়ান নাগরিকদের সুরক্ষায় নগর পুলিশের প্রস্তুতি ও সক্ষমতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে (জনসংযোগ) মাহমুদা বেগম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরাও আলোচনায় অংশ নেন।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।