সিটির ড্রয়ের রাতে আর্সেনাল-চেলসি-লিভারপুলের জয়

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চোটের কারণে মৌসুম থেকে ছিটকে গেছেন রদ্রি। কেভিন ডি ব্রুইনও চোট কাটিয়ে তুলতে পারেননি। সেই চাপ লেগেছে ম্যানচেস্টার সিটির খেলায়। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে আরও একটি জয়হীন ম্যাচ কাটল পেপ গার্দিওলা শিষ্যদের। সিটির ড্রয়ের রাতে জয় পেয়েছে আর্সেনাল-চেলসি ও লিভারপুল।

নিউক্যাসল ইউনাইটেডের মাঠে তাদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সিটি। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। ৬ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে সিটির পয়েন্ট ১৪। অন্য ম্যাচে উলভসকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। সিটির সমান ম্যাচ খেলে তাদের জয় পাঁচটিতে আর পরাজয় একটিতে। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠেছে তারা।

GOVT

এছাড়া লেস্টারসিটিকে ৪-২ গোলে হারিয়েছে আর্সেনাল। আরেক ম্যাচে কোল পালমারের চার গোলে ব্রাইটনকে ৪-২ গোলে হারিয়েছে চেলসি। পয়েন্ট টেবিলে ১৪ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল আর ১৩ পয়েন্ট নিয়ে চারে চেলসি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *