সিন্দুক কেটে ৩৪ ভরি সোনা চুরি, আটক ৩

Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে সিসিটিভি নিয়ন্ত্রিত বাজারের একটি দোকানের সিন্দুক কেটে চুরি হওয়া ৩৪ ভরি সোনা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে চিতলমারী থানার পুলিশ উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামে অভিযান চালিয়ে চুরি যাওয়া স্বর্ণ ও সিন্দুক কাটার ড্রিল মেশিন উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার প্রধান আসামি এমাদুল খান ওই গ্রামের মৃত মঞ্জুরুল খানের ছেলে।

চিতলমারী থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন জানান, ৩ আগস্ট রাতে সদর বাজারের কর্মকার পট্টিতে অবস্থিত নিউ মন্ডল জুয়েলার্সের সিন্দুক কেটে সোনা চুরি হয়। এরপর আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযান চালায়। এমাদুলের আলমারি থেকে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ২২ ভরি স্বর্ণ ও ড্রিল মেশিন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তার তথ্যের ভিত্তিতে চরবানিয়ারী গ্রামের সন্তোষ বসুর ছেলে সজল (৩৮) ও শিবপুর গ্রামের সুর্য বসুর ছেলে শুভ্র বসু (২৫)–কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নিউ মন্ডল জুয়েলার্সের মালিক তাপস কুমার মন্ডল বাদী হয়ে চিতলমারী থানায় মামলা দায়ের করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *