Google Alert – বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে যোগ দিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশের দলটির সঙ্গে এই সিরিজে দেখা যাবে পাকিস্তানের ‘এ’ দল পাকিস্তান শাহিন্সকে। বিষয়টি নিশ্চিত করেছে নর্দার্ন টেরিটরি ক্রিকেট। পাকিস্তান শাহিন্স টানা তৃতীয়বারের মতো অংশ নিলেও বাংলাদেশ গত আসরে প্রথমবার খেলে বাজিমাত করে। গত বছর ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল। এই আসরের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিন্স।

আগামী ১৪ আগস্ট রাত ৭টায় ডারউইনের টিআইও স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আবারও ডারউইনে ফিরতে পারাটা আমাদের জন্য আনন্দের। অল্প সময়েই এই টুর্নামেন্ট আমাদের ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলা এবং শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হওয়া আমাদের উদীয়মান খেলোয়াড়দের জন্য বড় এক অভিজ্ঞতা।’ তিনি আরও যোগ করে বলেছেন, ‘নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সঙ্গে আমাদের চলমান অংশীদারত্ব আন্তর্জাতিক সম্পর্ক আরও মজবুত করতে সহায়তা করছে। ১৪ আগস্টের প্রথম ম্যাচটির জন্য আমরা বিশেষভাবে অপেক্ষা করছি, কারণ এটি আমাদের তরুণ প্রতিভাদের উপস্থাপন করার বড় সুযোগ।’ বরাবরের মতো এবারের আসরেও তিন দেশের সম্ভাবনাময় ক্রিকেটারদের দেখা যাবে।

অতিথি দলগুলোর মধ্যে পাকিস্তান ও বাংলাদেশ দুই বোর্ডই তাদের ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেটারদের বিদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা দিতে এই টুর্নামেন্টকে গুরুত্ব দিয়ে আসছে। গত বছর বাংলাদেশ দলে ছিলেন রিপন মন্ডল ও রাকিবুল হাসান। যারা ইতোমধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন। এছাড়া ছিলেন পারভেজ হোসেন ইমন, তিনি কিছুদিন আগে আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে সেঞ্চুরি করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *