চ্যানেল আই অনলাইন
সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকায় ইসরায়েলের বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে।
আজ ২ মে শুক্রবার ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে এক যৌথ বিবৃতিতে এই হামলার কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিরিয়ায় বসবাসকারী সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অঙ্গীকার থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দামেস্কের দক্ষিণে সিরীয় বাহিনী মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের প্রতি হুমকি— কোনোটিই ইসরায়েল মেনে নেবে না।
দ্রুজ সম্প্রদায় ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী। তারা মূলত সিরিয়া, লেবানন এবং ইসরায়েলে বসবাস করে। সম্প্রতি দামেস্কের সাহনায়াহ শহরে বিভিন্ন গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হন।
বিগত দুই দিন ধরেই সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর আগে বুধবার দামেস্কের উপকণ্ঠেও একই ধরনের হামলা চালানো হয়। ইসরায়েল দাবি করেছে, দ্রুজদের ওপর একটি কট্টরপন্থী গোষ্ঠীর হামলার জবাবেই তাদের সামরিক পদক্ষেপ।
এদিকে সিরিয়ার পক্ষ থেকে এসব হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলা একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল।