সিলেটে বাটার শোরুম লুটে আ. লীগ নেতার ছেলে আটক

Kalbela News | RSS Feed

সিলেটে ফিলিস্তিনের পক্ষে মিছিল ও সমাবেশ থেকে পূর্ব জিন্দাবাজারের বাটার শোরুমে ঢুকে ভাঙচুর ও লুটপাটের ঘটনার মূলহোতা ইশতিয়াক নূর চৌধুরী জিহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে। পরে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টায় নগরীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বাবা স্থানীয় আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান চৌধুরী। তবে মনিরুজ্জামান কী পদে আছেন, তা পুলিশ জানাতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কালবেলাকে বলেন, গত ৭ এপ্রিল ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগে বাটা জুতার বিক্রয়কেন্দ্রে তাণ্ডব চালানো মূলহোতা ছিল জিহান। আমরা গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগরের বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত সোমবার (৭ এপ্রিল) সিলেটে বিক্ষোভ মিছিল বের হয়। এসব মিছিল থেকে নগরের ১৩টি দোকান, রেস্তোরাঁ, সুপারশপ ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালানো হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে লুটপাটও চালানো হয়। ওইদিন বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এসব হামলা ও লুটপাট চলে। ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠানের বাইরে নগরের বিভিন্ন এলাকার আরও কিছু প্রতিষ্ঠানে বিচ্ছিন্নভাবে লুটপাট চালানোর অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার ৭৪০ জনকে আসামি করা হয়। এরই মধ্যে অভিযুক্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *