Bangla Tribune
কুষ্টিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, কারেন্ট জাল ও আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।
শনিবার (২ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া নদীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি ভারতীয় ৮ হাজার ৮০টি ইয়াবা এবং ৭৭ কেজি কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়।
এ ছাড়াও শুক্রবার ৪৭ বিজিবির অধীন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ ১৫৬ মেইন পিলার থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহাম্মদপুর মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় ভারতীয় ২৪ বোতল মদ এবং নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
একই দিন ৪৭ বিজিবির অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৭/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শান্তিপাড়া মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ৮০টি আতশবাজি আটক করা হয়।
জব্দ করা মালামালের সিজার মূল্য ৩১ লাখ ৭২ হাজার ১০০ টাকা। মালিকবিহীন অবস্থায় জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।