প্রথম আলো
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে অপরাধ দমন, গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন বাহিনীটির নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক কর্নেল এস এম বদরুদ্দোজা। বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারীতে ব্যাটালিয়নের ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
৫৬ বিজিবির অধিনায়ক বলেন, চলতি বছর দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্তসংখ্যক কোরবানির পশু মজুত আছে। পাশের দেশ থেকে গরুসহ কোরবানির পশু প্রবেশের কারণে দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হন—সে বিষয়টি নিশ্চিতে কাজ করছে বিজিবি।