সীমান্তে পুশইন ও চোরাচালান রোধে বিজিবির পদক্ষেপ

Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: পার্বত্য এলাকার সীমান্ত দিয়ে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী সকল বিওপিতে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন কোনো গরু আসতে না পারে এবং ঈদ শেষে একই এলাকা ব্যবহার করে যেন কোন চামড়া পাচার না হতে পারে সেজন্য সীমান্তকে সুরক্ষিত রাখতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত পানছড়ি ও খাগড়াছড়ি সীমানা ব্যাবহার করে ৪৮ জনকে বেআইনিভাবে পুশইন করেছে বিএসএফ। তাদেরকে যথাযথ ভেরিফিকেশনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঘন গাছপালার কারণে পার্বত্য এলাকায় পাঁচ মিনিটের সামনের পথে কি হয় তা দেখতে না পারায় বিএসএফ পুশইন এর জন্য পার্বত্য এলাকার বর্ডারে লোকজনকে জড়ো করেছে।

এরপর ৩২ বিজিবি খাগড়াছড়ি ও পানছড়ির সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে বিএসএফের যেকোনো বেআইনি কাজের প্রতিবাদ করে বিজিবি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *