সীমান্তে বিজিবি সদস্যকে আটকের দাবি বিএসএফের

Google Alert – সশস্ত্র

সীমান্তে বিজিবি সদস্যকে আটকের দাবি বিএসএফের

প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০:১৪ AM

সংগৃহীত ছবি

বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এর একজন সদস্যকে আটক করেছে বলে দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সেপাহিজলা জেলার কামঠানা গ্রামে প্রবেশ করার পর সশস্ত্র বিজিবি সদস্য মোহাম্মদ মিরাজ ইসলামকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আটককৃত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বৃহস্পতিবার এক সশস্ত্র বাংলাদেশি সীমান্তরক্ষীকে আটক করেছে। তিনি ত্রিপুরার সেপাহিজলা জেলার কামঠানা গ্রাম হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মধুপুর থানার আওতাধীন কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাদলা এলাকায় দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬০তম ব্যাটালিয়নের সদস্য।

সূত্রগুলো জানিয়েছে, মিরাজ অপর এক বিজিবি সদস্যকে সঙ্গে নিয়ে সীমান্তের ১৩৬-১৩৭ নম্বর গেট দিয়ে প্রায় ১০০ মিটার ভারতের ভেতরে প্রবেশ করেন এবং একটি চা-বাগানে ঢুকে পড়েন। বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা মিরাজকে আটক করতে সক্ষম হলেও অপর সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হন।

বর্তমানে আটক বিজিবি সদস্যকে কামঠানা বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফের এক কর্মকর্তা বলেন, “তিনি অস্ত্রসজ্জিত ছিলেন। তার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে বিএসএফ ও বিজিবির কমান্ডেন্টদের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে। আজ শুক্রবার (২২ আগস্ট) পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার সম্ভাবনা রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *