Google Alert – বাংলাদেশ
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি এক প্রাতরাশ বৈঠকে বাংলাদেশের চ্যালেঞ্জ, সুযোগ এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা করেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে রাষ্ট্রদূত তার বাসভবনে এই বৈঠকের আয়োজন করেন।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সুইস ব্যবসায়ী সম্প্রদায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি এবং বাংলাদেশের অর্থনীতির অবস্থা সম্পর্কে শ্বেতপত্র প্রকাশকারী কমিশনের চেয়ারম্যান ড. দেবপ্রিয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দেশের অর্থ লুটপাট করে সুইস ব্যাংকে জমা: আ. লীগের সমালোচনা মির্জা ফখরুলের
ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাসের তথ্য অনুযায়ী, সামষ্টিক অর্থনীতি, আর্থিক খাতের অবস্থা, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও বাংলাদেশে বিনিয়োগ পরিবেশসহ সামগ্রিক বিষয় নিয়ে এতে ব্যাপক আলোচনা হয়।