সুদানের বিপণিবিতানে হামলা, নিহত ৫৪ 

Bangla Tribune

আফ্রিকার দেশ সুদানে এক হামলায় ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) দেশটির ওমডারমান শহরের একটি বিপণিবিতানে আধা-সামরিকবাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় এই ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অবশ্য সরকার পক্ষের অভিযোগ অস্বীকার করেছে আরএসএফ। এক বিবৃতিতে তারা দাবি করেছে, বিপণিবিতানে তারা হামলা চালায়নি। তারা বরং বেসামরিকদের ওপর এই হামলা চালানোর জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করে।

দেশটির সেনাবাহিনী ও আরএসএফের একীভূতকরণকে কেন্দ্র করে ২০২৩ সালের এপ্রিলে দেশটিতে যুদ্ধ ছড়িয়ে পড়ে। দুপক্ষই একাধিকবার ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়েছে।

চলমান সংঘর্ষে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। জীবিতরাও আছেন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে।

সুদানের চলমান সংঘর্ষে এখন পর্যন্ত লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছেন। এছাড়া, চরম খাদ্য ঝুঁকিতে পড়েছেন দেশের অন্তত অর্ধেক জনগোষ্ঠী।  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *