সুদানে আরএসএফের হামলায় নিহত ৫৪

RisingBD – Home

প্রকাশিত: ২১:০০, ১ ফেব্রুয়ারি ২০২৫  
আপডেট: ২১:০৭, ১ ফেব্রুয়ারি ২০২৫


সুদানের ওমদুরমান শহরের একটি জনপ্রিয় বাজারে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত এবং ১৫৮ জন আহত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের সাথে যুদ্ধে লিপ্ত। র‌্যাপিড ফোর্স দারফুরের প্রায় পুরো বিশাল পশ্চিমাঞ্চল দখল করে নিয়েছে। তারা মে মাস থেকে উত্তর দারফুরের রাজ্যের রাজধানী এল-ফাশার অবরোধ করে রেখেছে। কিন্তু শহরটি দখল করতে পারেনি। সেখানে সেনাবাহিনী-সমর্থিত মিলিশিয়ারা বারবার তাদের পিছনে ঠেলে দিয়েছে।

সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলে আসা সংঘর্ষ দেশটির লাখ লাখ মানুষকে হত্যা করেছে, লাখ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করেছে। এছাড়া এই সংঘাতের ফলে দেশটির জনসংখ্যার অর্ধেক অনাহারের মধ্যে দিনযাপন করছে।

ঢাকা/শাহেদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *