সুন্দরবনে অপহরণের শিকার ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

Bangla Tribune

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর মুক্তিপণের জন্য অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দফতরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদে জানা যায়, মুক্তিপণের জন্য পশ্চিম সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা ও নলিয়ান কোস্ট গার্ড সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। ওই সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দ্রুত বনের গহিনে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে অপহরণের শিকার ৬ নারীসহ ৩৩ জেলে ও ১৬টি বোট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া এ সব জেলে বুধবার সকালে মাছ ও কাঁকড়া আহরণের জন্য খুলনার কয়রা এলাকা থেকে সুন্দরবনের গহিনে গিয়েছিলেন। তখন ডাকাত করিম শরীফ বাহিনী তাদের অপহরণ করে জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

বুধবার রাতে উদ্ধার করা জেলেদের কোস্ট গার্ডের কয়রা স্টেশন এনে প্রাথমিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়। তারা খুলনা জেলার কয়রার বাসিন্দা। উদ্ধার হওয়া বোটসহ জেলেদের বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *