সুন্দরবনে অভিযান দেখে পালালেন জেলেরা, পড়ে রইল কাঁকড়াবোঝাই ট্রলার

প্রথম আলো

আড়তে অবাধে কাঁকড়া বেচাকেনা
আজ সকালে কয়রা উপজেলার কয়েকটি কাঁকড়ার আড়তে দেখা গেছে, বস্তায় বস্তায় কাঁকড়া এসেছে বন থেকে। আড়তে কাঁকড়া পরিমাপ ও দড়ি দিয়ে বাঁধার কাজ চলছে। কয়রার কাশির হাটখোলা এলাকায় গিয়ে দেখা যায়, ট্রলারবোঝাই কাঁকড়া পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার আড়তে যাচ্ছে। কাঁকড়ার বস্তা ট্রলারে ওঠানোর ফাঁকে এক ব্যক্তি জানালেন, ‘এখন সুন্দরবনে ঢোকা নিষিদ্ধ, তবু আমরা বনে ঢুকে কাঁকড়া ধরে আনি। বন্ধের সময় সবকিছু একটু ম্যানেজ করেই করতে হয়। ধরা খায় অল্প, বেশির ভাগই ধরাছোঁয়ার বাইরে থাকছে।’

বন বিভাগের নিয়ম অনুযায়ী, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা, কাঁকড়া আহরণ ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ; কারণ, এটি মাছ ও বন্য প্রাণীর প্রজননকাল। অথচ ঠিক এই সময়েই বেড়ে যাচ্ছে বন অপরাধ। একের পর এক অভিযানে ধরা পড়ছে ভয়াবহ চিত্র। ২৪ জুলাই বয়াশিংয়ে, ২২ জুলাই কালাবগীতে, ১৭ জুলাই দুবলায় এবং ১৪ জুলাই ভূতুমারী খালে বিপুল পরিমাণ কাঁকড়া ও শিকারের সরঞ্জাম জব্দ হলেও শিকারিরা প্রত্যেকবারই পালিয়ে গেছেন। এসব ঘটনা বন বিভাগের জন্য বড় উদ্বেগের বার্তা দিচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *