দেশ রূপান্তর
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সুর্যকুমার যাদবকে ভবিষ্যতে অফিসিয়াল প্রেস কনফারেন্সে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকতে বলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
পাকিস্তানের অভিযোগের প্রেক্ষিতে সূর্যকুমার বৃহস্পতিবার দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজির হয়েছিলেন। তার সাথে ছিলেন ভারতীয় বোর্ডের সিওও হেমাং অমিন ও ক্রিকেট অপারেশনস ম্যানেজার সুমীত মল্লাপুরকার। কমিটি তাকে প্রেস কনফারেন্সের ভিডিও দেখিয়ে তার বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে সূর্য তা স্বীকার করেছেন।
অভিযোগ ছিল, ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে জয়কে সুর্যকুমার উৎসর্গ করেছিলেন পেহেলগাম সন্ত্রাসী হামলার ভুক্তভোগীদের প্রতি।
তাছাড়া, টসে ভারতের অধিনায়ক সালমান আঘা-র সঙ্গে সুর্যকুমার হাত মেলাননি, এবং ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রাও প্রচলিত হাত মেলানোর রীতি পালন করেননি।
সুর্যকুমার এই প্রসঙ্গে শুনানিতে বলেছেন, ‘কিছু বিষয় খেলোয়াড়ের নীতির চেয়ে গুরুত্বপূর্ণ। আমরা পেহেলগাম সন্ত্রাসী হামলার সকল ভুক্তভোগীর পাশে দাঁড়াই এবং এটি উৎসর্গ করি ভারতের সশস্ত্র বাহিনীকে যারা অপারেশন সিনদুরে অংশ নিয়েছে।”
আইসিসি তাকে ভবিষ্যতে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে বলেছে, যদি সবাই রাজনৈতিক মন্তব্য করে, তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে।
এদিকে, পাকিস্তানের দুই খেলোয়াড় সাহিবজাদা ফারহান এবং হারিস রউফ শুক্রবার আইসিসি-র কমিটির সামনে হাজির হবেন। তাদের সমন এসেছে ভারতের অভিযোগের ভিত্তিতে, যেখানে বলা হয়েছে, ফারহান তার ব্যাট দিয়ে বন্দুকের নকল করেছেন, আর রউফ বারবার বিমানের দুর্ঘটনার ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি দেখিয়েছেন। এটি পাকিস্তানের পক্ষ থেকে অপারেশন সিনদুরের সময় ভারতীয় বিমানগুলি গুলি চালানো হয়েছে বলে মিথ্যা দাবির সঙ্গে সম্পর্কিত।