Google Alert – সশস্ত্র
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালে ভারতের পাঞ্জাবে আদমপুর বিমানঘাঁটিতে গেছেন। তিনি সেখানে বিমান বাহিনীর সৈন্যদের সাথে সাক্ষাত করেন।
আজ (১৩ মে) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সামাজিক মাধ্যম এক্স-এ নরেন্দ্র মোদি তার এই পরিদর্শন নিয়ে পোস্ট দিয়েছেন।
মোদি লিখেছেন, আজ সকালে আমি এএফএস আদমপুর পরিদর্শন করেছি এবং আমাদের সাহসী যোদ্ধা ও সৈনিকদের সাথে সাক্ষাৎ করেছি। যারা সাহস, দৃঢ়প্রতিজ্ঞ ও ভয়হীনতার প্রতীক তাদের কাছে যাওয়াটা একটা বিশেষ অভিজ্ঞতা।
তিনি আরও লিখেছেন, সশস্ত্র বাহিনী সবসময় দেশের জন্য যা করে তার জন্য ভারত সবসময় তার সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞ।
গত সপ্তাহে ভারত পাকিস্তান সংঘর্ষের সময় পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা এবং এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়ার দাবি করেছিলো।
তবে ভারতের সামরিক বাহিনী বলেছে, ওই ঘাঁটিতে আক্রমণের চেষ্টা হয়েছিলো, তবে তারা সেটি ভন্ডুল করে দিয়েছে।