সেই সুমাইয়ার মেয়ের জন্য ঈদ উপহার নিয়ে গেলেন উপদেষ্টা মাহফুজ আলম

jagonews24.com | rss Feed

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় নিহতের শিশু মেয়ের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। সেখানে উপদেষ্টা মাহফুজ আলম নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং ঈদ উপহার তুলে দেন।

নিহত সুমাইয়ার দুলাভাই মো. বিল্লাল জানান, তাদের বাসায় উপদেষ্টা মাহফুজ আলমসহ অন্যান্য নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়েছিলেন। উপদেষ্টা সুমাইয়ার মেয়ে সুয়াইবার জন্য ঈদ উপহার নিয়ে এসেছিলেন।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন জাগো নিউজকে বলেন, উপদেষ্টা মাহফুজ নিহত সুমাইয়ার বাসায় গিয়ে তার পরিবারের খোঁজবর নিয়েছেন। সুমাইয়ার মায়ের হাতে আর্থিক সহায়তা ও নিহতের শিশু মেয়ের জন্য ঈদ উপহার তুলে দেন। উপদেষ্টার সঙ্গে আমরা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাও উপস্থিত ছিলাম।

তিনি আরও বলে, সুমাইয়ার মতো এসব পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।

এসময় অন্যান্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক শওকত আলীসহ নারায়ণগঞ্জের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. আকাশ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *