সেঞ্চুরি হল না ইউনাইটেডের, রিকার্দোর গোলে জিতল আর্সেনাল

চ্যানেল আই অনলাইন

আর্সেনালের বিপক্ষে শততম জয়ের লক্ষ্য নিয়ে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম ম্যাচে মাইলফলক গড়া হল না ইউনাইটেডের। রিকার্দো কালাফিউরির গোলে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে রেড ডেভিলসরা।

গানার্সদের বিপক্ষে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে ২৪৪ ম্যাচে ৯৯ ম্যাচ জিতেছিল ইউনাইটেড। আর্সেনাল জিতেছিল ৯০টি। ওল্ড ট্রাফোর্ডে দাপট দেখালেও আর্সেনালের বিপক্ষে ১০০তম জয় মেলেনি স্বাগতিকদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও ১৩তম মিনিটে গোল হজম করে ইউনাইটেড। ডেকলান রাইসের কর্নার থেকে দারুণ ফিনিশিংয়ে আর্সেনালকে এগিয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো। পিছিয়ে পড়ে আরও ভয়ংকর হয়ে উঠলেও আর্সেনাল রক্ষণ ভাঙতে পারেনি তারা। শেষ অবধি ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে রুবেন আমোরিমের শিষ্যরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *