‘সেদিন সিনেমা হলে কেঁদে ফেলেছিলেন জসীম’

Samakal | Rss Feed


‘সেদিন সিনেমা হলে কেঁদে ফেলেছিলেন জসীম’

বিনোদন

বিনোদন ডেস্ক

2025-08-14

ঢাকাই সিনেমার সোনালী দিনের নায়ক জসীম। খল অভিনেতা হিসেবে সিনেমায় নাম লিখিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক নম্বর অ্যাকশন হিরো। তাকে নায়ক হিসেবে সিনেমা আনেন খ্যাতিমান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

তিনি বলেন, ‘সিনেমায় জসীম প্রথম এসেছিল নায়ক রাজ্জাক ভাইয়ের হাত ধরে ‘রংবাজ’ সিনেমায়। তাকে ভিলেন হিসেবে প্রথম আমরা সিনেমায় দেখলাম। তারপরে ‘রাজ দুলারী’ সিনেমায় তাকে ভিলেন হিসেবে দেখা গেলো। এই সিনেমায় নায়ক-নায়িকা ছিলেন ওয়াসিম ও শাবানা।’

খল-অভিনেতা চরিত্রেও জসীম ছিলেন দুর্দান্ত। তবে নায়ক হওয়ার ইচ্ছা ছিল প্রবল। সেটা কয়েকজন নির্মাতা জানতেন। তার মধ্যে একজন দেলোয়ার জাহান ঝন্টু। তিনি জসীমকে আশ্বস্ত করেছিলেন তাকে নায়ক চরিত্রে অভিনয় করাবেন।

এই নির্মাতা বলেন, ‘জসীমকে বলেছিলাম, কোনোদিন সিনেমা বানালে তাকে নায়ক করে অবশ্যই সিনেমা বানাবো। একটা সময় সেই সুযোগ এলো। গল্প লেখার পাশাপাশি ‘ওমর শরীফ’ পরিচালনা করার সুযোগ পেলাম। নায়ক ওয়াসিমের পাশাপাশি জসিমকে নায়ক নিয়ে সিনেমাটা বানালাম। সিনেমায় জসিমের একটা গান ছিল। সেটা নিয়ে ভয়েও ছিলাম যে মানুষ নায়ক হিসেবে তাকে গ্রহণ করবে কি না। সিনেমা মুক্তির পর উল্টো ঘটনা ঘটলো। মানুষ খুব পছন্দ করল তার গানের দৃশ্য। তার সঙ্গে গুলিস্তানের একটি হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। দর্শকদের উচ্ছ্বাস দেখে কেঁদে ফেলেছিলেন জসিম।’

সেই সময় ‘ওমর শরীফ’ ভালো ব্যবসা করেছিল। তারপর নায়ক হিসেবে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সিনেমায় জসীম অনেক অবদান রেখেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘রংবাজ’, ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘বদলা’, ‘কসাই’, ‘দোস্তি’, ‘প্রতিহিংসা’, ‘মান-সম্মান’ ইত্যাদি।

আজ জসীমের জন্মদিন। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম আব্দুল খায়ের জসীম উদ্দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন জসীম।

চিত্রনায়ক জসীম ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। তার স্ত্রী নাসরিন। তাদের তিন ছেলে রাহুল, রাতুল ও সামী। গত ২৭ জুলাই রাজধানীর উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাতুল। জসিম

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *