সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেস আজ

Google Alert – সেনাপ্রধান

সেনাবাহিনীর বর্তমান অবস্থা, করণীয় কাজ এবং দিকনির্দেশনা দিতে অফিসার্স অ্যাড্রেসে অফিসারদের সঙ্গে কথা বলবেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের অধীনে কর্মরত কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জেনারেল ওয়াকার-উজ-জামান এর আগে ২১ মে অফিসার্স অ্যাড্রেস ডেকেছিলেন। সেখানে জাতীয় নির্বাচন ছাড়াও করিডর, বন্দর, সংস্কারসহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। অফিসার্স অ্যাড্রেসে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। অনেক কর্মকর্তা এতে ভার্চুয়ালিও যুক্ত হন। অফিসার্স অ্যাড্রেস মানে হলো ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অধস্তন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণ বা বার্তা। এটি সাধারণত সামরিক বা আধা-সামরিক বাহিনীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনে কর্মরত সবার উদ্দেশে দিকনির্দেশনা, প্রশিক্ষণ বা সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তথ্য প্রদান করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *