সেনাপ্রধান কে জনতার আহব্বান || Pinaki Bhattacharya || The Untold

সেনাপ্রধান কে জনতার আহব্বান || Pinaki Bhattacharya || The Untold
https://i.ytimg.com/vi/tMNqtJtrUsM/hqdefault.jpg

আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে জনগণের বিজয়। এটি একটি খুনি, ফ্যাসিবাদী এবং গভীরভাবে দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে একটি বিজয় যা আমাদের স্বাধীনতা, গণতন্ত্র এবং সমস্ত ধরণের মানবাধিকার কেড়ে নিয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পাব যেই স্বাধীনতা সার্বভৌমত্ব মানবিক আর নাগরিক অধিকার এই ফ্যাসিবাদী গণহত্যাকারী হাসিনা ভারতের পায়ে আত্মাহুতি দিয়েছিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এবং দেশের সমস্ত সম্পদ লুট করার জন্য।

আমাদের জনগণ, বিশেষ করে আমাদের নির্ভীক ছাত্ররা এই বর্বর রাষ্ট্রদ্রোহী শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। মহাকাব্যিক সংগ্রামে, তারা আমাদের এই বিজয়ের মুহুর্তে নিয়ে গেছে।

আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েক দিন জনগণ এবং একটি দেশ হিসাবে একটা জাতি হিসেবে আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সশস্ত্র বাহিনীকে এখন ফ্যাসিবাদ থেকে স্বাধীনতায় উত্তরণকে ত্বরান্বিত কিরার জন্য তাদের উপরে অর্পিত পবিত্র দায়িত্ব পালনের জন্য আহ্বান জানাচ্ছি যেন তারা তাদের উপরে অর্পিত মহান দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষা করায় ভুমিকা রাখতে পারে। এই দায়িত্ব পালনের জন্যই আমাদের সশস্ত্র বাহিনী রয়েছে।

সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকার, আপনি একটি শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তানতরের প্রক্রিয়াকে তরান্বিত করার ক্ষমতার একেবারে কেন্দ্রে আছেন। প্রত্যেক মুহুর্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ঘড়ির কাঁটা টিক টিক করছে। আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে।

আমি আপনাকে সেনাবাহিনীর এক উত্তাল সময় থেকে শিক্ষা নেয়ার আহবান জানাই। 1975 সালে জেনারেল খালেদ মোশাররফ কার্যকরভাবে চেইন অফ কমান্ডের দায়িত্ব নিছিলেন। কিন্তু কী করতে হবে সেটা নিয়ে তিনি দ্বিধান্বিত ছিলেন। যে পদক্ষেপগুলি নেওয়ার প্রয়োজন ছিল তা নিতে অহেতুক বিলম্ব করেছিলেন। অবশেষে যখন সে সিদ্ধান্ত নিতে গেল, তখন অনেক দেরি হয়ে গেছে। সে ভারতের পদলেহি এমন সন্দেহে তার নিজের বাহিনী তাকে হত্যা করে। অথচ আমরা জানি সে একজন সাচ্চা জাতীয়তাবাদি ছিলো। কোনভাবেই সে ভারতপন্থী ছিলোনা।

জেনারেল ওয়াকার, আমরা বুঝতে পারছি আপনি একটি অনিশ্চিত পরিস্থিতিতে আছেন। ফ্যাসিবাদী রক্তপিপাসু অবৈধ প্রধানমন্ত্রী আপনার আত্মীয় এবং তিনি আপনাকে এই পদে নিয়োগ দিয়েছেন। এটি আপনাকে দ্বিধাগ্রস্ত করতে পারে– এমনকি অনিচ্ছুক করতে পারে– তাকে ক্ষমতা ত্যাগ করতে বলার জন্য জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে।

একজন অভিজ্ঞ জেনারেল হিসেবে আপনাকে এটাও বুঝতে পারার কথা যে বর্তমান ছাত্র-জনতার গন আন্দোলন হাসিনার পতনের আগে শেষ হবে না। এমনকি তাকে বাঁচানোর চেষ্টা করা বৃথা হবে। তাকে অবশ্যই যেতে হবে এবং আপনিই তাকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার দরজা দেখাতে পারেন।

আপনি যাই করুন না কেন হাসিনাকে অবশ্যই বিদায় নিতে হবে। চলমান আন্দোলনের সময় আপনার কয়েকজন কর্মকর্তা যে গণবিরোধী ভূমিকা পালন করেছেন তার জন্য সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা রয়েছে। পুরো প্রতিষ্ঠানটি তার সন্মান এবং আমাদের জনগণের বিশ্বাসযোগ্যতা অনেকাংশেই হারিয়েছে.. আপনি যদি আপনার কাজ না করেন তবে সেনাবাহিনীতে অনেকেই থাকবেন যারা অলস বসে থাকবেন না এবং নীরবে কষ্ট সহ্য করে।

যদি আপনি দ্রুত জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন, হাসিনাকে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য বাধ্য করেন তবে হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবসান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যেতে পারে। যেকোনো বিলম্ব আরও ব্যাপক রক্তক্ষয় এবং আমাদের অর্থনীতি ও সমাজের আরও ক্ষতি করবে। একটি অব্যাহত অনিশ্চয়তা আমাদের শত্রুদের ঘোলা জলে মাছ শিকারের সুযোগ করে দেবে।

তাই, আমি আপনাকে আপনার নিজের ও জাতির ভবিষ্যৎ বিবেচনায় সঠিক পদক্ষেপ নিতে বলি। মেহেরবানি করে আপনার বাহিনী নিয়ে এগিয়ে যান এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে জনতার হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবিস্থা করেম। জনতার এই বিপ্লবী জাগরনের সময় আপনার ঐতিহাসিক ভুমিকা পালন করুন। আমাদের জনগণ সম্পূর্ণরূপে আপনার সাথে থাকবে।

হাসিনার শাসন ​​কার্যত মৃত। এখন এই শাসনকে সমাহিত করার কাজে আপনি হাত লাগাবেন আপনি কি অপরাধী হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দ্রুত পদক্ষেপ নেবেন এবং আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের একজন নায়ক হবেন, নাকি তাকে বাঁচানোর চেষ্টা করার জন্য একটি নিরর্থক ও রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হবেন? এই পছন্দ আপনার। এই সিদ্দজান্ত আপনাকেই নিতে হবে,। আপনি এই একটা পদক্ষেপেই সেনাবাহিনীর হৃত গৌরব ফেরাতে পারেন। নয়তো জেনারেল খালেদ মোশাররফের দুর্ভাগ্যজনক পরিণতি বরন করতে পারেন। আমরা আশা করবো আপনি এই ঐতিহাসিক মুহুর্তে জনতার পক্ষে দাঁড়িয়ে সেনাবাহিনী নামের এই ইন্সটিটিউটকে রক্ষা করবেন। সৃষ্টিকর্তা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ার তৌফিক দিন। ইনকিলাব জিন্দাবাদ

source

42 thoughts on “সেনাপ্রধান কে জনতার আহব্বান || Pinaki Bhattacharya || The Untold”
  1. এই বিপ্লবকে সুশীল সমাজের একাংশ "গণঅভ্যুত্থান" বলে অভিহিত করেছেন এবং এমনভাবে প্রচার করেছেন যে, আজকের রাজনৈতিক পরিস্থিতির জন্য তাদেরই দায়ী করা যায়। কিছু আমলাও এই আন্দোলনকে অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করেছে, কারণ তারা ফ্যাসিবাদকে ধ্বংস করতে চায় না। তারা ফ্যাসিবাদের সাফল্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সংবিধান এবং ফ্যাসিবাদী প্রেসিডেন্টকে এখনও বহাল রেখেছে—বাহ, কী চমৎকার! সুশীল সমাজের প্রতিটি সদস্যই যেন ফ্যাসিবাদীদের দালাল; তাদের মধ্যে কখনোই প্রকৃত বিপ্লবী চিন্তা-চেতনা ছিল না। তাই তারা এই বিপ্লবকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রকৃত বিপ্লবী চেতনায় আবেগ নয়, বরং যুক্তি ও বাস্তবতার গুরুত্ব দেওয়া হয় ।

  2. স্যার আপনি ,পার্থ স্যার ,ফাহাম আব্দুস ছামাদ , ইউনুস স্যার ,ইলিয়াস হোসাইন ,আসিফ নজরুল স্যারসহ যত দেশপ্রেমিকগণ আছেন সবাই মিলে দল গঠন করুন। আমরা সবাই আপনাদের পাশে আছি।প্লিজ স্যার এটা জরুরি।

  3. আমাদের সাধারণ মানুষের সেনাবাহিনীর কাছে আকুল আবেদন আপনারা দয়া করে নিজ দায়িত্বে বাজার মনিটরিং করে দেশ থেকে সিন্ডিকেট ব্যাবসা চিরডরে উঠিয়ে দিন। এইসব অসাধু ব্যাবসায়ীদের লাইসেন্স বাতিল করে দেয়ার ব্যবস্থা করুণ । এটা এদের উপযুক্ত শান্তি হবে ।

  4. Pinaki Vai, please make an episode regarding some examples of our new Constitution. likes minister and other big government service holder shall stay in their area, their kids shall study in that area, they shall take health facilities in that areas hospital/clinic. please make an episode

  5. আমার কমেন্ট টা সবাই পড়ুন এবং আওয়াজ তুলুন। সবার আগে সন্ত্রাসী জুলুম কারী ঘুষখোর পুলিশে বিচার হবে এবং পুলিশকে আগে মানুষের মতো মানুষ হতে হবে জানোয়ার হলে চলবে না,নতুন সরকার চাইলে এইসব পুলিশকে বাদ দিয়ে নতুন করে পুলিশ নিয়োগ দিতে পারে কারণ এদের শরীলে আওয়ামী লীগের দালালী রক্ত আছে তারপর আইন করতে হবে পুলিশকে সাধারণ জনগণের সাথে ভাল আচরণ করতে হবে সম্মান দিতে হবে বিনা কারণে কোটের অনুমতি ছাড়া কারও পকেটে হাত দিতে পারবে না,মোবাইল ফোন চেক করতে পারবে না, খারাপ ভাষায় কথা করতে পারবে না,গায়ে হাত তুলতে পারবে না, হয়রানি করতে পারবে না,কারও বাসায় ঢুকতে পারবে না,কোটের অনুমতি ছাড়া কাউকে থানায় নিয়ে জেতে পারবে না।অন্য দিকে আমরা বাঙালী খুব খারাপ আছি কারণ কিছু মানুষ আছি আমরা যারা পুলিশ দেখলে নিজের চেয়ার ছেড়ে উঠে দাড়ায় পুলিশের জন্য চেয়ার ছেড়ে দেই মনে হয় আমরা তাদের গোলাম,স্যার স্যার বলে পুলিশকে মাথায় তুলি কিন্তু আমরা ভুলে জাই যে পুলিশ দেশের জনগণের কর্মচারি। এই নতুন সাধীন বাংলাদেশে আমরা সাধারণ জনগণ পুলিশের অত্যাচার জুলুম থেকে মুক্তি চাই পারবে কি নতুন সরকার জনগণকে পুলিশের হাত থেকে মুক্তি দিতে?

  6. দেশের প্রধানমন্ত্রী
    যে ই হউকনা কেনো,
    আমি চাই,
    এই স্যারকে
    সরকারি যেকোনো একটি পদ দেওয়া হউক,
    — দেশ স্বাধীন হওয়ার পিছনে
    অনলাইনে এই লোকটার
    সবচেয়ে বেশি অবদান ছিলো।

    আমি তিনার প্রতিটি ভিডিও দেখেছি,❤❤❤

  7. আপনি এবং ইলিয়াস হোসেন আপনারা দ্রুত দেশে আসুন আপনাদের এই মূহুর্তে দেশ গঠনের জন্য দরকার

  8. বিমানবন্দর দিয়ে র' এজেন্ট পালাচ্ছে। এদেরকে দরুন। র' এজেন্ট দের ধরুন। এরা পালাচ্ছে। এরাই নির্বিচারে গুলি চালাইছে।

  9. দাদা,আমি পোবাশি মালাএশিয়া,আমার শুশুর বাড়ি আমার গরু, ছাগল সব কিছু নিয়েগেছে,মারছে জায়দুল ও হাসেম আলি এদের গুসটি,কলারোয়া পাঠুলিয়া

  10. অভিনন্দন। এবার বাংলাদেশ মহাকাশ পাড়ি দেবে। এক নম্বর অর্থনৈতিক দেশে পরিণত হবে।

  11. ভাই যত যাই ই বলেন ক্ষমতা আর আপনাদের (বিএনপি) হাতে দিচ্ছি না। এবার সরকার আমরা নির্বাচন করবো। ফাঁকা মাঠে গোল দেয়ার আসা বাদ দিন।নইলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে😏😏😏

  12. বিজয় অর্জন হবে ইনশাআল্লাহ ফরিদপুর থেকে আসাদুজ্জামান নূর দেখছি

  13. আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। ভারতে র সক্রিয় আছে মাঠে। ইসকন সদস্যরা ফেসবুক নামছে।

    সবাই সাবধান হোন। সবাই সাবধান হোন।

  14. সব নিয়ে তো বলেন!! এবার দেশে যে বিজয় উল্লাস করতে গিয়ে হিন্দুদের উপর আঘাত করছে সেখানে তো কিছু বলেন না??
    কারণ এটা বললে ভিউ কমে যাবে??

  15. Mr.Question: why you not talking about TRANSIT and TISTA. Why you not talking about BRIBE.? Bribe destroying a Nation. Please talk about Bribe. STOP BRIBE. “JAN” From New York.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *