সেনাবাহিনীর অভিযানে মোহাম্মদপুরে উদ্ধার কুমিল্লার বাকপ্রতিবন্ধী তরুণী

Google Alert – আর্মি

ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে কুমিল্লা থেকে নিখোঁজ এক বাকপ্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিনের মাথায় তরুণী সাবিরা আক্তারকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেয় সেনাবাহিনী।

সেনা সূত্র জানায়, উদ্ধার অভিযানটি পরিচালিত হয় মোহাম্মদপুরের বাসিলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে। শুক্রবার (২৫ জুলাই) রাত একটার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তরুণীটিকে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।

জানা যায়, ২২ বছর বয়সী বাকপ্রতিবন্ধী তরুণী সাবিরা আক্তার ২৪ জুলাই ভোরে কুমিল্লার বুড়িচং উপজেলার নিজ বাবার বাড়ি থেকে নিখোঁজ হন। ঘটনার পরপরই তার বাবা গোলাম জিলানী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং মেয়ে নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। তার মোবাইল নম্বর ব্যবহার করে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়।

পরবর্তীতে ২৫ জুলাই রাতে গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে তরুণীর সম্ভাব্য অবস্থান শনাক্ত করে মোহাম্মদপুর বাসিলা আর্মি ক্যাম্প। তাৎক্ষণিকভাবে একটি দল গঠন করে অভিযান পরিচালনা করেন তারা। রাত একটার দিকে ঢাকা উদ্যান এলাকার একটি ভবনের কাছ থেকে সাবিরাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর পরিপূর্ণ আইনি ও মানবিক প্রক্রিয়া অনুসরণ করে শনিবার সকালে সাবিরার পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার পরিচয় যাচাই করা হয় এবং তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। তারা সেনাবাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই সহযোগিতা না পেলে হয়তো আমাদের মেয়েকে আর ফিরে পাওয়া সম্ভব হতো না।’

মোহাম্মদপুর সেনা ক্যাম্প থেকে জানানো হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানবিক সহায়তায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।





ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *