সেনাবাহিনীর অভিযানে সাজেকে অস্ত্র উদ্ধার

Google Alert – সেনাবাহিনী

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার সকালের এ অভিযানে বিপুল অস্ত্র, গোলা ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে এ অভিযানকে সাজানো নাটক বলে দাবি করেছে ইউপিডিএফ।

আইএসপিআর জানিয়েছে, সাজেক ইউনিয়নের বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানের সময় ইউপিডিএফের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

অন্যদিকে এ ধরনের ঘটনার অস্বীকার করে এগুলো সাজানো নাটক বলে দাবি করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। মঙ্গলবার সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ও চলমান ধর্ষণবিরোধী ছাত্র-গণআন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য মরিয়া প্রচেষ্টা হিসাবে এভাবে একের পর এক গোলাগুলি ও অস্ত্র উদ্ধার নাটক সাজানো হচ্ছে।

অংগ্য বলেন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে আইএসপিআর যে দাবি করেছে তা সম্পূর্ণ ভুয়া, সাজানো ও ইউপিডিএফকে মিথ্যাভাবে ফাঁসানোর একটি জঘন্য ষড়যন্ত্র। সাজেকে ইউপিডিএফের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর গুলিবিনিময় বা অস্ত্র উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *