সেনাবাহিনীর কুচকাওয়াজ দেখতে বেইজিংয়ে কিম

Google Alert – সেনাবাহিনী

উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন মঙ্গলবার সকালে ট্রেনে চড়ে চীনে পৌঁছেছেন। তার সাথে উত্তর কোরিয়ার আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তা বেইজিং পৌঁছেছেন। যার মধ্যে অন্যতম উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই।

২০১৯ সালের পর এই প্রথম চীনে গেলেন কিম। ২০১১ সালে তার বাবার মৃত্যুর পর দেশের ক্ষমতা হাতে তুলে নেন কিম। তারপর এই নিয়ে পঞ্চমবার চীনে গেলেন তিনি।

মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে চীনের সেনার প্যারেড দেখবেন তিনি। তবে কিম একা নন, এদিন বিশ্বের আরো অন্তত ২৪টি দেশের নেতা বেইজিংয়ের কুচকাওয়াজ দেখার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন।

উল্লেখ্য, পুতিনের সাথেও কিমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। বছরখানেক আগে রাশিয়া সফরে গেছিলেন কিম। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সাহায্যের অভিযোগও উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে।

এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সাথে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন। সাথে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকেও রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু কিম তা নাকচ করে দিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed