সেনা অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

Google Alert – BD Army


আটক সন্ত্রাসী

খাগড়াছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকা আব্দুল্লাহপুর-নানুপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গোলা, মাদক ও বিভিন্ন সরঞ্জামাদিসহ এক সশস্ত্র সন্ত্রাসী ও মাদকবিক্রেতাকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  


বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করে।


আটক ব্যক্তির নাম আব্দুল হালিম ইমন (৩৮)। তিনি ফটিকছড়ির আব্দুল্লাহপুর গ্রামের মো. শফির ছেলে।


অভিযানে সেনা টহল দল তল্লাশি চালিয়ে একটি শটগান, থ্রি-নট-থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, পিস্তলের ৬ রাউন্ড গুলি, শটগানের ৭ রাউন্ড গুলি, ৭.৬২ মি. মি. ব্ল্যাংক অ্যামোনিশন-০১ রাউন্ড, শট গানের ফায়ারকৃত কার্তুজ-১১ রাউন্ড, ১৪৪ পিস ইয়াবা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১৫টি মোবাইল ফোন, একটি বডি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।


আটক সন্ত্রাসীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *