Google Alert – সশস্ত্র
সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:৩২ পিএম
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় পরিচালিত অভিযান চলাকালে এ সংঘর্ষ ঘটে। সেনা সদস্যরা এলাকায় তল্লাশি চালিয়ে কেএনএফ সদস্যদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন। এছাড়া, অভিযান এখনো চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। তারা বান্দরবান ও রাঙামাটি জেলার ৯টি উপজেলা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি তোলে।
সশস্ত্র কার্যক্রমের অংশ হিসেবে তারা রুমা ও থানচি উপজেলায় কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে টাকা ও অস্ত্র লুট করে। গেল দুই বছরে কেএনএফের সঙ্গে সংঘর্ষে ৬ সেনাসদস্যসহ মোট ২৭ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত দেড় শতাধিক সন্দেহভাজন কেএনএফ সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্বদেশ প্রতিদিন/এমএম