সেনা অভিযানে চার অপহৃত কিশোর উদ্ধার

চ্যানেল আই অনলাইন

সেনা অভিযানে চার অপহৃত কিশোরকে উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত কিশোররা হল- মো. আলভী রহমান (১৫), মো. সজল (২০), মো. ইয়াসিন আরাফাত (১৬), মো. হৃদয় আহমেদ (১৫)। 

জানা গেছে, রাজধানীর শেরেবাংলা নগর থানাধিন আগারগাঁওয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটে এক নারী তার ছেলেকে অপহরণ করার অভিযোগ নিয়ে টহলরত সেনাবাহিনীর কাছে হাজির হন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, আরও তিনজন কিশোরসহ মোট চারজনকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের মুক্তির জন্য ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে।

অভিযোগ পাওয়ার পরপরই সেনা টহল দল এই ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করে। টহল দল অপহৃতদের পরিবারকে কৌশলে অপহরণকারীদের সঙ্গে মুক্তিপণের বিষয়ে আলোচনা চালিয়ে সময়ক্ষেপণ করে যেতে পরামর্শ দেন, যাতে তাদেরকে হাতে-নাতে গ্রেফতার করা যায়। এরই মধ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নির্ণয় করা হয়।

পরে অপহরণকারীরা মুক্তিপণের বিষয়ে আলোচনার জন্য বাইরে আসে। কিন্তু সেনা ও গোয়েন্দার উপস্থিতি আঁচ করতে পারলে তারা দৌড়ে পালিয়ে যায়। এরপর সেনা টহল দল আগারগাঁওয়ের আমতলী বস্তি এলাকা থেকে অপহৃত চার কিশোরকে নিরাপদে উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধারকৃত কিশোরদের তাদের পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে আসে এবং সেনাবাহিনীর তাৎক্ষণিক ও সফল অভিযান এলাকাবাসীর প্রশংসা অর্জন করে।

মোহাম্মদপুর সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানায়, অপহৃত কিশোরদের সুস্থভাবে উদ্ধার করা গেছে। এটা আমাদের প্রাথমিক সাফল্য। এখন আমরা অপহরণকারীদেরকে আটক করার জন্য অভিযান পরিচালনা করব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *