Google Alert – সেনাবাহিনী
রাজশাহী মহানগরীতে ‘ডক্টর ইংলিশ’ নামের কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রাজশাহীর সাবেক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য কোচিং সেন্টারটি পরিচালনা করতেন।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ওই কোচিং সেন্টারে অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের একটি দল।
সেনাবাহিনীর সূত্র জানায়, ২টি বিদেশী এয়ার গান, একটি রিভলবার, কার্তুজ, ৩ বক্স সীসা, ১টি ম্যাগনেট, ৬টি দেশীয় অস্ত্র, ১টি জিপিএস, ৪টি ওয়াকিটকি, ১টি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, ১টি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, ৬টি মনিটর, ৩টি কম্পিউটার, ৩টি স্ক্যানার এবং ৩৫টি মদের বোতল উদ্ধার করেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, প্রতিষ্ঠানটির পার্শ্ববর্তী পুকুরে অস্ত্র উদ্ধারে এখনো সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।