Kalbela News | RSS Feed
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন।
সোমবার (৩১ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানা যায়।
ফেসবুক পোস্টে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকাসহ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সব সেনা সদস্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ ছাড়া সেনাপ্রধান সম্প্রতি ভাষানটেক এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন।