Google Alert – সেনাবাহিনী
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এক কিশোরীকে বিয়ে ও প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। এ ছাড়া তার বিরুদ্ধে যৌতুক দাবিরও অভিযোগ রয়েছে।
এ সময় তার কাছ থেকে আট ভরির বেশি স্বর্ণালংকার, ৩৮ হাজার ৮২০ টাকা, দুটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান কাশিয়ানী থানার ওসি মো. কামাল হোসেন।
আটক ফয়সাল আহমেদ (৩৩) নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।
সোমবার কাশিয়ানী আর্মি ক্যাম্প থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল সেনাবাহিনীর পরিচয়ে বিয়ে ও প্রতারণা করার কথা স্বীকার করেছেন।
এলাকাবাসী জানায়, ফয়সাল নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে ফেইসবুকে অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২৫ মে ওই ছাত্রীকে ফুসলিয়ে গোপনে বিয়ে করেন।
এর মধ্যে ফয়সাল ওই ছাত্রীর বাবার সঙ্গে প্রতারণা করে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেন বলে দাবি ভুক্তভোগী পরিবারের। রোববার আবার টাকা নিতে শ্বশুর বাড়িতে যান ফয়সাল।
এ সময় শ্বশুর বাড়ির লোকজন ও গ্রামবাসী ফয়সালের পরিচয়পত্র ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে তার কথাবার্তায় সন্দেহ হয়। পরে তাকে আটক করে যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে যৌথ বাহিনী।
ওসি কামাল হোসেন বলেন, মামলার বিষয়ে এখনো মেয়েটির পরিবার থেকে সিদ্ধান্ত জানায়নি। যদি তারা অভিযোগ না করে, তাহলে পুলিশের পক্ষ থেকে প্রতারণার অভিযোগে ফয়সালকে আদালতে পাঠানো হবে।