সেন্ট মার্টিনে আশ্রয় নেওয়া ২০ রোহিঙ্গাকে ফেরত পাঠানো যায়নি

Google Alert – আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় নেওয়া ২০ রোহিঙ্গা নাগরিককে এখনো মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উত্তাল আবহাওয়ার কারণে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা।

এর আগে শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে একটি ট্রলার সেন্ট মার্টিনের উত্তর সৈকতের তীরে এসে ভিড়ে। ট্রলারটিতে থাকা রোহিঙ্গাদের মধ্যে ১৬ জন পুরুষ, ৩ জন নারী ও একজন শিশু রয়েছে। তাদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, রোহিঙ্গা নাগরিকেরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। ট্রলারটিও জব্দ করা হয়েছে। তিনি জানান, রোহিঙ্গারা জানিয়েছে, মিয়ানমারে সরকারি বাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে সংঘাতের কারণে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কয়েকজন কারাগারে বন্দী ছিলেন, মুক্তি পাওয়ার পরই তারা পালানোর সিদ্ধান্ত নেন।

বিজিবির এক কর্মকর্তা বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *