সেমি-ফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

Google Alert – বাংলাদেশ

আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের গ্রুপ সেরা হওয়া নির্ভর করছিল মালদ্বীপ-ভুটান ম্যাচের উপর। ম্যাচটি ড্র হওয়ায় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ভারতের অরুনাচলে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মঙ্গলবার ভুটানের বিপক্ষে ২-২ ড্র করে মালদ্বীপ। একই স্কোরলাইনে বাংলাদেশের সাথেও ড্র করেছিল তারা।

ড্রয়ের হতাশা দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ মালদ্বীপ। তলানিতে থেকে ছিটকে গেছে ভুটান।

দিনের অন্য ম্যাচে ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে ভারত। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ নেপাল।

আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে দুটি সেমি-ফাইনাল। প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে ভারত ও মালদ্বীপ।

অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে হওয়া গত আসরে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *