সোনারগাঁয়ে দুই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

jagonews24.com | rss Feed

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে চলা দুই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর এলাকার এ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামশিদ ইরাম খাঁনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মক্কা ফুড নামক খাবার তৈরির একটি কারখানা ও পাশের একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ বিষয়ে তিতাসের মেঘনা ঘাট জোনের ব্যবস্থাপনা প্রকৌশলী মো. শাকিল মন্ডল জানান, দীঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় দুটি প্রতিষ্ঠানের মালিক অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে আসলে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ৯৫০ ফুট পাইপ উত্তোলন করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ দুটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ঘণ্টায় প্রায় ৮ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিতি ছিলেন।

মো. আকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *