সোমবার দলগুলোর কাছে জাতীয় সনদ পাঠানো হবে: আলী রীয়াজ

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাষ্ট্র সংস্কার সংলাপের মূল লক্ষ্য জাতীয় সনদে স্বাক্ষর- এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি জানান, সনদের প্রাথমিক খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে এবং তা দলগুলোর কাছে পাঠানো হবে সোমবারের মধ্যেই।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংলাপের দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদে স্বাক্ষর। কমিশন ইতোমধ্যে এর প্রাথমিক খসড়া তৈরি করেছে, যা সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। দলগুলোর কাছ থেকে প্রাপ্ত মতামত খসড়ায় সংযোজন করা হবে।

তবে তিনি স্পষ্ট করে দেন, খসড়া নিয়ে সরাসরি সংলাপে আলোচনা হবে না। যদি মৌলিক বা গুরুত্বপূর্ণ আপত্তি ওঠে, তাহলে সেটি বিবেচনায় এনে আলোচনায় আনা হতে পারে।

রবিবারের আলোচ্য বিষয় ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার প্রসার এবং পুলিশ কমিশন গঠনের প্রস্তাব। এই সংলাপে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিকরা অংশ নেয়নি। অংশ নিয়েছে বাকি ৩০টি রাজনৈতিক দল।

অধ্যাপক আলী রীয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে, ৭টি বিষয়ে আলোচনা অসমাপ্ত এবং ৩টি বিষয়ে এখনও আলোচনা শুরু হয়নি।

সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. আইয়ুব মিয়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *