Independent Television
সৌদি আরবের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি করবে না পাকিস্তান। এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। দেশটির একাধিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান, সামরিক চুক্তি হলেও সৌদির কাছে কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করছে না পাকিস্তান।
১৭ সেপ্টেম্বর রিয়াদে ঐতিহাসিক চুক্তিতে সই করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই চুক্তি নিয়ে দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছিল বলে জানান আসিফ।
ধারণা করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে দুই দেশের নিরাপত্তা শক্তিশালী হবে।
তাছাড়া, উভয় দেশের মধ্যে নিরাপত্তা জোরদারসহ শান্তি প্রতিষ্ঠা এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ মোকাবিলা চুক্তিটির মূল লক্ষ্য বলে এক বিবৃতিতে জানায় পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়। মে মাসে ভারতের সাথে হওয়া সংঘাতের কয়েক মাস পর এই চুক্তি করল পাকিস্তান।